পূর্বধলায় অনুপ্রেরণা সাহিত্য পরিষদের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ২১ ডিসেম্বর, সোমবার বেলা বারোটায় পূর্বধলা উপজেলা পরিষদের সামনে অনুপ্রেরণা সাহিত্য পরিষদ এর উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের সভাপতি সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সচেতনতামূলক বক্তব্য রাখেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুপ্রেরণা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রুহুল আমিন,

বাংলাদেশ মানবাধিকার কমিশন পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুস ছাত্তার, অনুপ্রেরণা সাহিত্য পরিষদের সভাপতি, এম এইচ সাইমন হাসান, সাধারণ সম্পাদক পলিন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কাদির এবং উপদেষ্টামন্ডলির সদস্য ওসমান গনি। সারাবিশ্বে নভেল করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশ ঝুকিপূর্ণ অবস্থানের মধ্যদিয়ে যাচ্ছে। এ সময় আতঙ্কিত না হয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com