পূর্বধলায় অগ্নিকান্ডে ২ দোকান ভষ্মিভূত, প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থানার পশ্চিমে দি রেডিয়েন্ট স্কুলের পাশে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ২টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার য়তি হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, আনুমানিক রাত দেড়টার দিকে আগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে তাৎক্ষণিক পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত ৩টায় ১ টি ইউনিট পৌঁছে অগ্নিকান্ড নেভানোর চেষ্টা করে। ততক্ষনে দোকান মালিক মো: মোস্তফা (৩০) এর অটো হাউজের তিনটি অটো ও অন্যান্য মালামাল, মো: নজরুল ইসলাম (৫০) এর ফার্নিচার ও ইলেকট্রনিক্স পণ্যসহ এবং হাফ বিল্ডং ঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘর মালিক তোফাজ্জল হোসেনের ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতিসহ মোট ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিকের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করে তিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন।