পূর্বধলায় অগ্নিকান্ডে দোকানঘর পুড়ে ভষ্ম, ১০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , অক্টোবর ৮, ২০২২
অগ্নিকান্ডে দোকানঘর পুড়ে ভষ্ম, ১০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গত শুক্রবার দিনগত রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের শালদীঘা বাজারে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের ৭/৮টি দোকান পুরে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

এলাকাবাসীসুত্রে জানা গেছে গত শুক্রবার দিনগত রাতে শালদীঘা বাজারের মোস্তাক ফকিরের মুদি দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহানশিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনা স্থলে ছুটে যায়।

ততক্ষনে ওই বাজারের মোস্তাক ফকির, রব ফকির ও মজিবরের মুদির দোকান, কাজিম উদ্দিনের কাপড়ের দোকান, শের মাহমুদের চায়ের দোকান, মাসুদ ফকিরের ঔষধের দোকান, জুয়েল মিয়ার দোকান ঘর মালামালসহ পুরে ক্ষতি-গ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের দাবী অগ্নিকান্ডে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো: সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তিনি আরও জানান, ওই বাজারের মোস্তাক ফকিরের দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে দোকানীরা জানিয়েছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com