পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনি ছিনতাই


পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোণা : নেত্রকোনার পূর্বধলায় ভারত থেকে চোরাই পথে আসা অনুমোদনহীন ৫০ কেজি ওজনের ৭৯ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার ও ইলাশপুর চৌরাস্তা বাজারের মাঝখানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, চিনিবাহী পিকাপের চালক মো: জামাল উদ্দিন (৩৫)।
চালক জামাল উদ্দিন জানান, পূর্বের মতো দুর্গাপুরের নাজিরপুর হতে তার চালিত একটি পিকাপে ৫০ কেজি ওজনের ৭৯ বস্তা চিনি নিয়ে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। চিনিবাহী পিকাপ নিয়ে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার ও ইলাশপুর চৌরাস্তা বাজারের মাঝখানে আসা মাত্রই ১টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাস নিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আটক বলে; আমরা আইনের লোক, লাইনের টাকা দেন। টাকা দেওয়ার আছে বলা মাত্রই চালক জয়নালকে চরতাপ্পর দিয়ে মাইক্রোবাসে উঠিয়ে মারধর করে দূরে নিয়ে ছেড়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। পরে চালক জয়নালসহ আরো ৪/৫ জন উক্ত চিনি উদ্ধারের জন্য পুলিশের সহযোগীতা পেতে পূর্বধলা থানার সামনে ভিড় করতে দেখা গেছে।
পূর্বধলার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে চোরাই চিনি উদ্ধার করে জব্দ করার জন্য চেষ্টা চলছে।