পূর্বধলায় ৬টি গ্রামকে বাল্যবিবহ মুক্ত ঘোষণা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১২, ২০২৩

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পুর্বধলা উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। পুর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন এর নেতৃত্বে ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিম এ বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা করেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা উৎসব উদযাপন করা হয়েছে। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

সহকারী কমিশনার ভুমি নাজনীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক, পূর্বধলা এপি ওয়ার্ল্ডভিশন এর সিনিয়র ম্যানেজার ও নান্দাইল এসিও প্রশান্ত নাফাক, পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম,

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফিল্ড এডভোকেসি এন্ড সোসাল একাউন্টেবেলিটি কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন পুর্বধলা সদর ইউনিয়নের চেয়ারমান সিদ্দিকুর রহমান বুলবুল, হাফেজ মাওঃ মিজানুর রহমান, গ্রাম প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া প্রমুখ। আরও উপস্থিত ছিলেন পূর্বধলা এপি ওয়ার্ল্ডভিশন এর কর্মকর্তা মারটিন মানখিন, মানসী মোদক, নিঝুম সাংমা, বাবলী রংমা, হাফিজুল হক সোহাগ, জাফেনিয়া তন্ময় সাংমা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন নান্দাইল এরিয়া অফিসের টেকনিক্যাল স্পেশালিষ্ট লাইভলিহুড, কফিল উদ্দিন মাহমুদ। বাল্যবিবাহ মুক্ত গ্রামগুলি হলো আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রাম, হোগলা ইউনিয়নের হোগলা, পুর্বধলা সদর ইউনিয়নের ধোপাডহর, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল বিশ্বাস পাড়া গ্রাম, জারিয়া ইউনিয়ের পশ্চিম মৌদাম, বিশকাকুনী ইউনিয়নের হলুইদাটি গ্রাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন বাল্যবিবাহ একটি একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে। এ সময় বক্তারা আরও বলেন, শুধু উপজেলার ৬টি গ্রাম নয় পুরো পূর্বধলা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনার লক্ষে কাজ করতে হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com