পূর্বধলায় ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ২৮ বোতল নিসিদ্ধ মাদক ফেনসিডিলসহ মোঃ হক মিয়া ওরফে জাকির (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ । রবিবার (২১ জানুয়ারী) বিকাল সোয়া ৩ টার উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের ইলাশপুর চৌরাস্তা বাজার হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার, মোঃ হক মিয়া ওরফে জাকির জেলার দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা গ্রামের আঃ মোতালেব এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোঃ হক মিয়া ওরফে জাকির ২৮ বোতল ফেনসিডিল দুর্গাপুর হতে সিএনজি যোগে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় মোঃ হক মিয়া ওরফে জাকির পূর্বধলার ইলাশপুর চৌরাস্তা বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে পূবধলা থানার একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স ২৮ বোতল নিসিদ্ধ মাদক ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন ।