পূর্বধলায় ১৬শ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ , জুন ২৩, ২০২৩

মো: আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা উপজেলা মৎস্য অফিসের অভিযানে ১৫শ মিটার কারেন্ট জাল ও ১শ মিটার চায়না দুয়ারি জালসহ ১৬শ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) দিনব্যাপী উপজেলার পূর্বধলায় সদর ইউনিয়নের রাজধলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেন।

জানা গেছে, মাছ ডিম পেরে বংশবৃদ্ধি করে বর্ষা মৌসুমে। এসময় মাছ ধরা অপরাধ। অজ্ঞাতনামা কিছু জেলে অসৎ উদ্দেশ্যে লাভবান হওয়ার আশায় রাজধলা বিলে অবৈধ জাল দ্বারা ডিমপাড়া মাছ ধরা শুরু করেছিল। রাজধলা বিলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অভিযান পরিচালনা করে অনুমান ১৬শ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং এই অপরাধ মূলক কাজ না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানে অন্যান্যের মাঝে ছিলেন, পূর্বধলা থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স, রাজধলা বিল সমাজ ভিত্তিক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি সুনীল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে অভিযান পরিচালনা করে ১৬শ মিটার বৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মে-জুন দুই মাস পোনা মাছ ও মা মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেন। সকলকে সচেতন করে তিনি আরো বলেন, বৈধ জাল উপজেলাধীন যেকোন স্থানে হোক তা ধ্বংস করা হবে। তিনি সকলের সচেতনতা ও সহযোগীতা কামনা করেন বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com