পূর্বধলায় ১১ টি ইউনিয়নে কুরবানির গোস্ত বিতরণ করে ব্যতীক্রমী ঈদ উদযাপন করেন মাজহারুল ইসলাম সোহেল

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , জুন ৩০, ২০২৩

মো: আল মুনসুর : ১৬১ নেত্রকোণা ৫ পূর্বধলা আসনের আওয়ামী লীগ মনোনয়ন (নৌকা মার্কা) প্রত্যাশীয় যুবনেতা ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল ১১ টি ইউনিয়নে ১২টি ষাঁড় গরু কুরবানি দিয়ে সুবিধা বঞ্চিতদের মাঝে গোস্ত বিতরণ করে ব্যতীক্রমী ঈদ উদযাপন করে  এলাকায় ব্যাপর সারা ফেলেন। যা পূর্বধলার ইতিহাসে এই প্রথম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুন) নিজস্ব নেতা-কর্মীদের দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসব কুরবানির গোস্ত বিতরণ করেছেন ঢাকা মহানগর কৃষক লীগ সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল

জানা গেছে, ১৬১ নেত্রকোণা ৫ পূর্বধলা আসনের ১১টি ইউনিয়ন রয়েছে। অসহায় ও দরিদ্র পরিবারের সংখ্যা ব্যাপক। যাদের পক্ষে কোরবানি দেওয়ার মতো আর্থিক সামর্থ নাই। সুবিধাবঞ্চিত মানুষগুলো ঘরে ঘরে ঈদ উল আযহা’র আনন্দ বাড়িয়ে দিতে ১১টি ইউনিয়নে ১২টি ষাঁড় গরু কোরবানি করে গোস্ত বিতরণ করেন, আওয়ামী মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম সোহেল। আরো জানা গেছে, প্রতিটি ষাঁড় গরুর মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত। তবে নিজ এলাকা পূর্বধলা সদর ইউনিয়নের জুগলী গ্রামে ৫ লক্ষ ১০ হাজার টাকা দামের ষাঁড় গরুর কোরবানি দিয়ে নিজ দায়িত্বে দুঃস্থ অসহায় মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করেন। স্বচ্ছতার সাথে উপকারভোগীদের গুণগত ও মানসম্মত গোস্ত বিতরণ প্রশংসার দাবি রাখে। সুবিধাবঞ্চিত মানুষ গুলো কোরবানীর গোস্ত পেয়ে অনেক খুশি।

যুবনেতা ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, পবিত্র ঈদ উল আযহা। আমরা বাঙালি কুরবানির ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি। কোরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। অর্থাৎ, আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এসব পশু কোরবানি করা হয়েছে। তাছাড়া পূর্বধলা উপজেলার ১১ টি ইউনিয়নের অনেকেই সুবিধা বঞ্চিত রয়েছেন। যাদের পক্ষে কোরবানি দেওয়ার সামর্থ নাই। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষগুলো ঘরে ঘরে ঈদ উল আযহা’র আনন্দ বাড়িয়ে দিতে ১১টি ইউনিয়নে কোরবানির গোস্ত বিতরণের জন্য এই উদ্যোগে। মাজহারুল ইসলাম সোহেল আরো জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর পরামর্শে অসহায় গরীব ও দুস্তদের মাঝে এসব ত্যাগ ও আত্মতৃপ্তি মূলক কাজ করে যাচ্ছেন। এছাড়া, যুবনেতা মাজহারুল ইসলাম সোহেলের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা জান্নাতুল ফেরদৌস রোজা এর শরীরে কিডনী জনিত রোগের সমস্যা দেখা দিয়েছে। একমাত্র মেয়ের সুস্থ্যতার জন্য তিনি সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন। নিউজটি শেয়ার করুন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com