পূর্বধলায় ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১০ বোতল নিসিদ্ধ মাদক ফেনসিডিলসহ মোঃ আলী সুজন (২৭) এবং লাল চান মিয়া (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ । সোমবার (২৩ অক্টোবর) রাত ১০.০০ ঘটিকায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের ইলাশপুর চৌরাস্তা বাজার হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার, মোঃ আলী সুজন- নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার পাঞ্জা গ্রামের মৃত আঃ কুদ্দুছ’র ছেলে এবং লাল চান মিয়া- একই উপজেলাধীন সংকরপুর গ্রামের আবুল কাশেম’র ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদ্বয় পূর্বধলা ছোট ইলাশপুর চৌরাস্তা নামক স্থানে ঘোরাফেরা করছিল। পুলিশ চেকপোস্ট চলাকালীন সময় তাদের সন্দেহ হলে পুলিশ উপ-পরিদর্শক (এস,আই) সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স তাদের দেহ তল্লাশী করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে গ্রেপ্তার করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদ্বয় চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন ।