পূর্বধলায় সৎ ভাইয়ের হাতে খু.নের অভিযোগে মামলা
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় সৎ ভাইয়ের হাতে মোঃ নজরুল ইসলাম (৫৭) খু.ন হওয়া অভিযোগে পাওয়া গেছে। গত শনিবার (২১ অক্টোবর) দুপুর দেড় ঘটিকায় উপজেলার বৈরাটি ইউনিয়নের বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই বড়রিয়া গ্রামের মৃত আফিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ অক্টোবর) ৫ জনকে এজহার ভূক্ত বিবাদী করে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ৪/৫ জন উল্লেখ আছে।
মামলার বাদী মৃত নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম জানান, বিবাদী সুলতান মিয়া গংদের সহিত তাদের পূর্ব
হতেই বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলমান ছিল। উক্ত বিরোধ মিমাংশার লক্ষ্যে স্থানীয় ভাবে সালিশের ব্যবস্থা করা হয়েছিল। উক্ত সালিশ দরবারের পূর্বেই বিবাদীরা সঙ্গবদ্ধ হয়ে একে অপরের যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে বাঁশে লাটিসোটা ও মুগুর দিয়ে নজরুল ইসলামকে মারপিট করে আহত করে। আহত অবস্থায় তাকে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে একটি ক্লিনিকে নেওয়া হলে নজরুল ইসলামের ইসিজি পরিক্ষা করিয়া মৃত ঘোষণা করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মোকদ্দমা দায়ের করেন। আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলমান।