পূর্বধলায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল সহায়তা প্রদান

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ , জানুয়ারি ৯, ২০২৪

মোঃ আল মুনসুর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় নেত্রকোণার পূর্বধলায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের বোটের ঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগ্রেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন, (এসইউপি, এসপিপি, এএফডাব্লিউসি, পিএসসি) ৬ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর পাশাপাশি মেডিকেল সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল সহায়তা কার্যক্রমে পূর্বধলা উপজেলার সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এএফডাব্লিউসি জানায়, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনও করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এসময় সার্বিক সার্বিক সহযোগীতায় ছিলেন, লে, কর্নেল নূর ই আহম্মেদ আল শাফি, মেজর মোঃ তাসনীম ফারহান, পিএসসি উপ-অধিনায়ক ও সেনাবাহিনীর অন্যান্য পদবির সেনা সদস্যরা। অন্যান্যদের মাঝে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, পূর্বধলা প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী, সম্পাদক জায়েজুল ইসলাম প্রমূখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com