পূর্বধলায় সেনাবাহিনীর প্রতিনিধির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , আগস্ট ১০, ২০২৪

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় আজ শনিবার (১০ আগষ্ট) পূর্বধলা প্রেসক্লারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পূর্বধলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রতিনিধিগণ। জেলা পরিষদ অডিটরিয়োমে অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর করনীয় সম্পর্কে অবহিত করা হয়। এ সময় যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জুলফিকার আলী শাহীন, সাধারন সম্পাদক ও যায়যায়দিনের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি ও ইত্তেফাকের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: শফিকুল আলম শাহীন, সাবেক সাধারন সম্পাদক ও কালেরকণ্ঠের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: গোলাম মোস্তফা, সাবেক সহ সভাপতি ও দৈনিক ইকরার সম্পাদক মো: শফিকুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক ও পূর্বধলার দর্পন পত্রিকার সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক ও প্রতিদিনের সংবাদ ও এর পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: আল মুনসুর, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ।

পূর্বধলায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো: শহিদুল্লাহ ভূঞা জানান, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পূর্বধলায় বিভিন্ন এলাকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। এ জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানান তিনি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com