পূর্বধলায় সিক্স সাইড ক্রিকেট লীগ’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ঈদ আনন্দ উপভোগ করতে নেত্রকোনার পূর্বধলায় ৮ টি ক্রিকেট দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে সিক্স সাইড ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ ঈদুল ফিতরের দিন রবিবার (২২ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার খলিশাউর ইউনিয়নে তরুন প্রজন্ম বন্দের পাড়া গ্রামের আয়োজনে উক্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সাদিকুল স্পোটিং টিম ও ফরহাদ স্পোর্টিং ক্লাব। তার মধ্যে বিজয়ী হয় সাদিকুল স্পোর্টিং টিম এবং রার্নাস-আপ হয় ফরহাদ স্পোর্টিং ক্লাব। পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রপি তুলে দেন এ গ্রামেরই কৃতি সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজের ( কিডনি ও মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক) ডাক্তার আসাদুজ্জামান খান রতন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় আল মোস্তফা, তৈমুর রহমান, রেজাউল করিম রুমন সহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই। তাই বেশি বেশি খেলাধুলার প্রয়োজন তিনি খেলোয়াড়দের আশ্বাস দিয়ে বন্দের পাড়ায় খেলার জন্য মাঠ সংস্কারের কথা আশ্বাস দেন। অনুষ্ঠাটি সভাপতিত্ব করেন, রিয়াজ উদ্দিন সরকার এবং সঞ্চালনায় ছিলেন এশিয়ান টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মনির।