প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
সাংবাদিক নাদিম হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে পূর্বধলায় মানববন্ধন
পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোনা: নিউজ টুয়েন্টি ফোর ডট কমএর জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে পূর্বধলা প্রেসক্লাবে আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জুন বিকাল সাড়ে ৩ টায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে পূর্বধলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি শফিকুল আলম শাহিন, সাবেক সাধারন সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক ইকরা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, সদস্য শহিদুল আলম মামুন, মোস্তাক আহমেদ খান, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ আল মনসুর প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ এর এমদাদুল ইসলাম, মাটি ও মানুষ পত্রিকার নূরুল ইসলাম, এশিয়ান টিভির আমিনুল ইসলাম মনি, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম খান, স্বাধীনতা ডট কমের এসএম ওয়াদুদ, ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওয়াসিম সরকার, পূর্বময় ডটকমের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিঠু সরকার, আলোকিত ময়মনসিংহ পত্রিকার স্টাফ রিপোর্টার মজিবুর রহমান, শাহিন খন্দকার, ইকরা প্রতিদিন পত্রিকার রুহুল সরকার সহ অনেকেই।
বক্তারা বলেন নাদিম সত্য কথা লিখতে গিয়ে তার জীবন দিয়ে গেলেন। তাই যারা এ হত্যাকান্ডের সাথে জরিত তাদেরকে দ্রুত বিচার আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।