পূর্বধলায় সাংবাদিকের বাসায় তালা কেটে চুরি


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় পূর্বধলা প্রেসক্লবাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: শফিকুল আলম শাহীনের বাসায় চুরি হয়েছে। চুরেরা ঘরের দরজার তালা কেটে আসুস ব্র্যান্ডের একটি একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
সাংবাদিক শফিকুল আলম শাহীন জানান, গত সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ গেইটের সামনের স্টেশন রোডের বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ী মৌদাম চলে যান। পরে আজ বুধবার দুপুরের তার ছেলে আরিফুল হাসান এসে দেখেন ঘরের তালা কাটা। ভিতরে প্রবেশে করে দেখেন ঘরের টেবিলের উপর রাখা আসুস ব্র্যান্ডের ল্যাপটপটি নেই। অন্যান্য আসবাব পত্রও তছনছ করে রেখে গেছে। পরে বোঝতে পারেন চুরেরা ঘরের তালা কেটে ল্যাপটপটি চুরি করে নিয়ে গেছে। বিষয়টি পূর্বধলা থানায় জানানো হলে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যপারে শফিকুল আলম শাহীন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. রাশেদুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে।