পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , নভেম্বর ৬, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খবিরুল আহসান। সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পূর্বধলা প্রেসক্লাব  ও অন্যান্য ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায়, সাংবাদিকরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়ন, বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ, পৌরসভা পুনঃ স্থাপন, যানজট ও জলবদ্ধতা নিরসন, পূ্র্বধলার ঐতিহ্যবাহী রাজধলা বিলের সীমানা নির্ধারণ ও সৌন্দর্য বৃদ্ধি, গণ গ্রন্থাগার পুনঃ স্থাপন, চিকিৎসা ট্রাস্ট গঠন, শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক ও বেপরোয়া গতি রোধ করার বিষয়ে মনিটরিং, শিল্পকলা একাডেমী পুনঃ গঠন, পূ্র্বধলায় শিশু পার্ক নির্মাণ, উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন, ম্যাজিস্ট্রেট কোয়াটার সংস্কার, নিয়মিত বাজার মনিটরিং, মাদক ও চোরাকারবার নিয়ন্ত্রণ, অবৈধভাবে দখলকৃত সরকারি খাসজমি উদ্ধারে অভিযান, পূ্র্বধলা ও হোগলা বাজার খাস কালেকশন সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নবাগত নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি শাহীন, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাব সাধারণত সম্পাদক জায়েজুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পূ্র্বধলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, পূ্র্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শিমুল শাখাওয়াত, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান, পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য মোঃ এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com