পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সাকিব মিয়া (২২) নামের এক অটোরিকশা চালক ও নিরঞ্জন (৪০) নামের এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নিরঞ্জন উপজেলার শাহবাজপুর গ্রামের স্বগীয় নিবাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে স্থানীয় ভবের বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ও চালকসহ দুইজন নিহত হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) একেএম মুঞ্জুরুল হক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।