পূর্বধলায় শিশু ধর্ষণ চেষ্টায় ব্যবসায়ী আটক
মোঃ আল মুনসুর: নেত্রকোনার পূর্বধলায় আট বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লাক মিয়া (৪০) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত লাক মিয়া উপজেলার জারিয়া ইউনিয়নের চাকুয়াপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে এবং জারিয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের ব্যবসায়ী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আজ সোমবার (১৮ অক্টোবর) বিকাল আড়াইটার সময় শিশুটিকে ফুঁসলিয়ে এন জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাদে নিয়ে যায় ব্যবসায়ী লাক মিয়া। এসময় বিদ্যালয় মাঠে খেলা চলাকালীন সময়ে স্থানীয়রা লাক মিয়াকে কনডম ও ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে তার উদ্দেশ্য খারাপ হওয়ায় স্থানীয়রা পূর্বধলা থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লাক মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।