পূর্বধলায় শিশুর রহস্যময় মৃত্যুতে থানায় মামলা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে মোছাঃ জনি আক্তার (০৩ মাস) নামে শিশুর রহস্যময় মৃত্যু হয়েছে। উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শিশুটির বাবা মোঃ এখলাছ মিয়া (৩৬) বাদী হয়ে পূর্বধলা থানায় অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) ওই কৈলাটি গ্রামের মোঃ এখলাছ মিয়া’র স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার তাদের কন্যা সন্তান জনি আক্তারকে দৃষ্টি প্রতিবন্ধী শশুরের কোলে দিয়ে বাড়ির পাশে খলাতে ধানের কাজ করতে যান। ঘন্টাখানেক পর বাড়ি এসে দেখেন শশুরের কোলে শিশু জনি আক্তার নাই। কে বা কাহারা শিশুটিকে নিয়ে গেছে। এমন পস্থিতিতে সন্তাকে না পেয়ে নাছিমা আক্তার চিৎকার শুরু করেন। চারিদিকে খুঁজাখুঁজির পর বাড়ির পাশে ৭০ গজ দূরে পুকুরের পানিতে ভাসমান অবস্থার শিশুটিকে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রæত ঘটনাস্থল করা হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনা রহস্যময় হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা মোঃ এখলাছ মিয়া (৩৬) র একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।