পূর্বধলায় শিক্ষকের চুরি যাওয়া মোবাইল উদ্ধার আটক ১
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় হীরা মিয়া (২৪) নামে এক মোবাইল চোর আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ বুধবার (১২ মে) দুপুরে অগ্রণী ব্যাংক পূর্বধলা শাখা থেকে তাকে আটক করা হয়। আটক হীরা মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের ধোবা হোগলা গ্রামের রফিকুল ইসলামের তৃতীয় স্ত্রীর প্রথম পক্ষের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে টাকা উত্তোলন করতে অগ্রণী ব্যাংকের পূর্বধলা শাখায় আসেন উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। তিনি ব্যাংকের কাউন্টারে একটি মোবাইল ফোন (SAMSUNG M02S)রেখে ব্যাংক কর্মকর্তার কাছে চেক দিচ্ছেলন। তখন সুযোগ বুঝে মোবাইল ফোনটি হাতিয়ে নেয় হীরা মিয়া। ঘটনার দিনই রফিকুল ইসলাম পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি করেন। এর প্রেক্ষিতে পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিলেন। ওই সময়ই হীরা মিয়া তার বোনকে নিয়ে টাকা উত্তোলন করতে ফের ব্যাংকে আসেন। তখনই তাকে শনাক্ত করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিডি হওয়ার পর এসআই কাদের, এএসআই শাহীনুল বারী, রমাজান সঙ্গীয় ফোর্স অক্লান্ত পরিশ্রমে হীরা মিয়াকে শনাক্ত করা হয়। পরে হীরা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।