পূর্বধলায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
পূর্বধলা প্রতিনিধি (নেত্রকোণা): আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় থানা পুলিশের উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পূর্বধলা থানা প্রাঙ্গণে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে থানার উপ-পরিদর্শক (এসআই, সেকেন্ড অফিসার) আমিনুল ইসলামের সঞ্চালনায়, উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর সার্কেল (এএসপি) শাহ্ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি তরুন কুমার রায়, সহ-সভাপতি সুধাংশু শেখর তালুকদার যুগ্ন সম্পাদক নিরন্জন ভাদুরী, সাধারণ সম্পাদক সন্জিত কুমার কর,সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ দেবনাথ, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ সহ প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্য ও মৈত্রীর দেশ। এখানে সংখ্যালুগু বলে কোন শব্দনেই “ধর্ম যার যার উৎসব সবার” আসন্ন পূজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে সদাসময়।