পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জারিয়া-ময়মনসিংহ রেল পথের ডকপিন ও বিয়ারিং প্লেট চুরির সময় আবু হানিফ (২৩) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা ও রেলওয়ে কর্মরত কর্মচারীরা। বুধবার (২২মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা পূর্বপাড়া গ্রামের আবু চাঁনের ছেলে।
পূর্বধলা রেল স্টেশনে কর্মরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, সকালে ২৭২ নং লোকাল ডাউন ট্রেনট্রি ময়মনসিংহ থেকে জারিয়া যাওয়ার পর পূর্বধলা সেটশনের উত্তর পাশে ৩৫৩/৩-৪ এর মধ্যবর্তী পিলার সংলগ্ন রেললাইন থেকে ২টি ডকপিন ও ২টি বিয়ারিং প্লেট খুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ও রেলওয়ে নিয়োজিত কর্মরত কর্মচারীরা তাকে আটক করে রেলওয়ে পুলিশে সোর্পদ করে।
ময়মনসিংহ রেলওয়ে থানাার উপ-পরিদর্শক ( এসআই) দ্বীপক পাল জানান, খবর পেয়ে আবু হানিফ নামের ওই যুবককে রেলের ২টি ডকপিন ও ২টি বিয়ারিং প্লেটসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রধান কার্যালয়: থানা রোড, পূর্বধলা, নেত্রকোনা, বাংলাদেশ।
Email: dailypratibad@gmail.com
Web: https://dailypratibad.com
Copyright © 2024 দৈনিক প্রতিবাদ. All rights reserved.