পূর্বধলায় রেল পথের ডকপিন ও বিয়ারিং প্লেট চুরির অপরাধে যুবক আটক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ , মার্চ ২৫, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জারিয়া-ময়মনসিংহ রেল পথের ডকপিন ও বিয়ারিং প্লেট চুরির সময় আবু হানিফ (২৩) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা ও রেলওয়ে কর্মরত কর্মচারীরা। বুধবার (২২মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা পূর্বপাড়া গ্রামের আবু চাঁনের ছেলে।

পূর্বধলা রেল স্টেশনে কর্মরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, সকালে ২৭২ নং লোকাল ডাউন ট্রেনট্রি ময়মনসিংহ থেকে জারিয়া যাওয়ার পর পূর্বধলা সেটশনের উত্তর পাশে ৩৫৩/৩-৪ এর মধ্যবর্তী পিলার সংলগ্ন রেললাইন থেকে ২টি ডকপিন ও ২টি বিয়ারিং প্লেট খুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ও রেলওয়ে নিয়োজিত কর্মরত কর্মচারীরা তাকে আটক করে রেলওয়ে পুলিশে সোর্পদ করে।

ময়মনসিংহ রেলওয়ে থানাার উপ-পরিদর্শক ( এসআই) দ্বীপক পাল জানান, খবর পেয়ে আবু হানিফ নামের ওই যুবককে রেলের ২টি ডকপিন ও ২টি বিয়ারিং প্লেটসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com