পূর্বধলায় রেলওয়ে স্টেশনে লাইট দিলেন প্রকৌশলী সাদিকুল জাহান রিদান
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জারিয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দুপাশে ফ্লাড লাইট দিয়ে আলোকিত করেছেন উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) জারিয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে স্টেশন কর্তৃপক্ষের দুটি ফ্লাড লাইট তুলে দিন। ইতিমধ্যেই এই লাইটিং ব্যাবস্থার ফলে প্রশংসিত হয়েছেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জারিয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ফ্লাড লাইট না থাকায় দুপাশ অন্ধকার থাকে। এতে স্টেশনে অপরাধ বৃদ্ধি সহ জনগণের ক্ষতিক্ষতি হতে পারে। স্থানীয় রহিম, পাপন, সুমন দাস, প্রকাশ, শওকত, তপন প্রমুখ উক্ত স্টেশনে ফ্লাড লাইটের জন্য উপজেলা প্রকৌশলী বরাবরে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান উপস্থিত হয়ে নিজস্ব অর্থায়নে দুটি লাইটে প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জারিয়া স্টেশন মাস্টার মোঃ মনির হোসেন, পূর্বধলা স্টেশন মাস্টার আব্দুল মোমেন, জারিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইসলাম উদ্দিন প্রমুখ।
প্রকৌশলী সাদিকুল জাহান রিদান জানান, পূর্বধলার জারিয়া রেল স্টেশন গুরুত্বপূর্ণ যায়গা। জারিয়ার কয়েকজন ছেলে রহিম,পাপন,সুমন দাস,প্রকাশ,শওকত,তপন সহ আমার কাছে পূর্বধলা রেল স্টেশনের মত জারিয়া রেল স্টেশনে লাইট দেয়ার আবেদন করে ।এই স্থানের নিরাপত্তা ব্যবস্থা ও সৌন্দর্যের স্বার্থে নিজস্ব অর্থায়নে লাইটিং ব্যাবস্থা চালু করেছি। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ধাপে ধাপে পূর্বধলা উপজেলার সব গুরুত্বপূর্ণ স্পটে এই ব্যাবস্থা চালু করার উদ্যোগ নেয়া হবে। এই ব্যাবস্থার ফলে সারা রাত এই স্পট সমুহ আলোকিত থাকবে। লোকজন অনায়াসে রাতের বেলায় রাস্তায় চলাচল করতে পারবে।