পূর্বধলায় চলাচলের রাস্তা কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: শত্রুতার জেরধরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসীবপুর গ্রামে চলাচলকারী একটি রাস্তা কেটে ফেলেছে স্থানীয় একটি কুচক্রী মহল। এতে দুর্ভোগে পড়েছেন এই রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবার। রাস্তাটি কেটে ফেলার প্রতিবাদে ও রাস্তাটি দ্রুত পুণ:নির্মানের দাবীতে (৬ আগস্ট ) রবিবার মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
নসীবপুর গ্রামে রাস্তার পাশে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সময়ে সরেজমিনে দেখা গেছে পূর্বধলা-নেত্রকোনা সড়কের নসীবপুর দক্ষিণপাড়া অংশ থেকে ধলাই নদী পর্যন্ত রাস্তাটির পাশের একটি জমির পুরো অংশের ৫ফুট প্রসস্তের রাস্তাটির ৪ফুটই কেটে জমির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থী মিলিয়ে প্রায় ৫শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: কামাল মিয়া জানান, রাস্তা কেটে ফেলা জমিটির মালিক একই গ্রামের মৃত শামছুল হকের পুত্র মহসিন ও নূর নবী শামীম। জমিটি বর্তমানে স্থানীয় বাসিন্দা কালামের কাছে বন্ধক রয়েছে। জমির মালিকের নির্দেশনায় কালামের অজান্তে গত কয়েকদিন আগে একই গ্রামের মোহাম্মদ আলী, রহমত আলী, কমল, বকুলসহ বেশ কয়েকজন মিলে দিন দুপুরে রাস্তাটি কেটে ফেলেছে। এতে এই রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবারের লোকজন বিপাকে পড়ে। কোন যানবাহন নিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারছে না লোকজন। বিষয়টির প্রতিকার চেয়ে ইতি মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে।
জমির মালিক নূর নবী শামীমের মা মাজেদা খাতুন জানান একই গ্রামে অন্য এক জায়গায় রাস্তা নির্মানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে একটি পক্ষ রাস্তাটি কেটে ফেলেছে। তবে এতে আমাদের কোন ইন্ধন নেই বলে তিনি জানান।
এ ব্যপারে পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল জানান, রাস্তা কেটে ফেলার বিষয়টি ইতিমধ্যে আমি শুনেছি। বিষয়টি দু:খজনক অবহিত করে তিনি বলেন দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আমি এই কয়দিন প্রশিক্ষনে ছিলাম। আবেদনটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।