পূর্বধলায় রফিকুল হত্যা মামলায় ঘাতক পিতা-পুত্র গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , অক্টোবর ১৯, ২০২৪

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে রফিকুল ইসলাম (৩২) নামে একজনকে হত্যার ঘটনায় ঘাতক পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোর রাত ৫:২০ ঘটিকায় গাজীপুর কোনাবাড়ী থানাস্থ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুলাল মিয়া (৪২) উপজেলার শিবপুর গ্রামের মৃত হেকিম আলীর ছেলে এবং মোঃ রাজিব ওরফে বাবু (২২) গ্রেপ্তারকৃত দুলাল মিয়া ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ৬ সেপ্টেম্বর (শুক্রবার ) বিকেল ৩ টার দিকে শিবপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে রফিকুল ইসলামের মোটরসাইকেল গতিরোধ করে দুলাল মিয়ার হুকুমে প্রতিপক্ষ হৃদয় মিয়া গং রফিকুলকে বেধকমারপিট করে রক্তাক্ত জখম করতঃ হাত-পা ভেঙ্গে দেয়। জখমী রবিকুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রফিকুলের ভাই আব্দুস ছাত্তার পূর্বধলা থানায় একটি মামলা করে। মামলার প্রেক্ষিতে থানার এসআই (পুলিশ উপ পরিদর্শক) রাশেদ হাসান পিতা-পুত্রকে গ্রেপ্তার করেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল হত্যা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অক্লান্ত পরিশ্রম করে থানার এস.আই রাশেদ হাসান, এএসআই আলমগীর, শাহজাহান কবির সঙ্গীয় ফোর্স আসামীদ্বয়কে গ্রেপ্তার করেন এবং আগামীকাল আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হবে। আরো আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com