পূর্বধলায় যুবলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , মার্চ ১৮, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আলমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডলু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৭মার্চ) দুপুরে নেত্রকোনা জেলা সদরের সাতপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডলু উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি
গ্রামের দয়ালের ছেলে। পূর্বধলা থানায় দায়ের করা মামলার বিবরণে জানাযায়, গত মঙ্গলবার (১৪মার্চ) বিকালে পূর্বধলা খাদ্যগুদাম রোডের মোড়ে কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস
আলমকে অভিযুক্তরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় আহত কামরুজ্জামান উজ্জ্বলের ভাই কামাল হোসেন বাদী হয়ে গত ১৬মার্চ পূর্বধলা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপুকে প্রধান আসামী
করে ১১জনের নামসহ ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহারভূক্ত ৮নং আসামী ডলুকে নেত্রকোনা জেলা সদরের
সাতপাই এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত আছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com