পূর্বধলায় আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন


মোঃ আল মুনসুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দোগে নানা কর্মসূচি পালন করা হয় । এরই অংশ হিসেবে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিশাল আনন্দ মিছিল, কেক কাটা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়াস্থ আরবান চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দোগে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাদ হোসেন সাজ্জাদ, আবুল কালাম তালুকদার, মোঃ মিজানুর রহমান মুজিবুর, জেলা পরিষদ সদস্য পারভীন আক্তার, আকাঈদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জুলফিকার আলী শাহিন, এনামুল হক এ্ট্রাস, মোঃ লুৎফুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসানুজ্জামান রাফি, সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান কামরুল, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন রুমেল, নয়ন ফকির, মাসুদ মোস্তফা, মোফাজ্জল হোসেন, কসম উদ্দিন, শাহ্ মোস্তাফিজুর রহমান রাজিব, মোঃ আনিসুর রহমান জুয়েল, হারুনুর রশিদ, আজিজ রেজা, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওবায়দুল হক, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম খান, নজরুল ইসলাম, রানা আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক একেএম সারোয়ার জাহান রাসেল, মোস্তাক আহমেদ খান, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ হাসান শরাফ সহ বিভিন্ন ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।