পূর্বধলায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় দেশের অন্যতম জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ ও জাতীয় উন্নয়ন এবং অগ্রগতির সব অর্জনকে সঠিকভাবে তুলের ধরার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠক নন্দিত হয়ে উঠেছে। ১৮ বছরে পদার্পণ করায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (০৬ জুন) বিকেলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, দৈনিক সংবাদ’র উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, অর্থ সম্পাদক ও আজকের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন শিমুল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওয়াসিম সরকার, সদস্য ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ খান, সদস্য ও প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মো: আল মনসুর, সদস্য জিয়াউর রহমান, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম খান, দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিঠু সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক জাকির আহমদ খান কামাল, সঞ্চালনায় ছিলেন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম । এসময় আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও পত্রিকাটির সাফল্য কামনা করেন।