পূর্বধলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় শ্রী রমেন্দ্র চন্দ্র সরকার (৬৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। আজ শনিবার (৩ জুন) উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রমেন্দ্র চন্দ, ওই ঘাগড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ জানায়, বিগত ২০০২ সালে শ্রী রমেন্দ্র চন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়। ইং ২০১৬ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিজ্ঞ আদালত রমেন্দ্র চন্দ্র সরকারকে যাবজ্জীবন সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেন। কিছু সময় জেল হাজতে অবস্থান করে রমেন্দ্র সরকার জামিনে এসে পলাতক হয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো: আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স রমেন্দ্র সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে থানার এসআই মো: আলাল উদ্দিন, এএসআই মোকাম্মেল হোসাইন, কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রমেন্দ্রকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।