পূর্বধলায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা শ্রমিক লীগের সা:সম্পাদক গুরুতর আহত
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোটরসাইকেল দুর্ঘটনায় ডান পায় ভেঙে যায় এবং হাতে প্রচন্ড ব্যাথা পেয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১মে) দুপুর সাড়ে বারোটায় উপজেলার বাড়হা চৌরাস্তা-স্টেশন রোডস্থ বুধী এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা প্রথমে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে বাড়ী থেকে পূর্বধলা যাওয়ার পথে বাড়হা চৌরাস্তা-স্টেশন রোডস্থ রেললাইনের পাশে বুধী ব্রিজের কাছে আসলে পূর্বধলা থেকে বারহা গামী লাভলু’র মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে। ঝোপঝাড়ের আড়ালের জন্য একজন আরেকজনকে দেখতে পায়নি, ফলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয়ই গুরুত্বর আহত হন। প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, উক্ত ব্রিজের কাছে প্রায়ই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
এ বিষয়ে নেত্রকোনা জেলা অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন খান, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।