পূর্বধলায় মোটরসাইকেল চুরি, জনমনে আতংক
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর টেরিটোরি সেলস অফিসার (টিএসও) শেখ আল মামুন এর লাল/কালো রংয়ের ১২৫ সি.সি একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) রাত ৮ টায় পূর্বধলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর আবুল খায়ের টেরিটোরি অফিসের সামনে থেকে কে বা কারা এ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যার রেজি: নং- DHAKA, HA 68-3904, ইঞ্জিন নং – JZXWMC39534, চেচিস নম্বর: PSUB44BYXMTF69142 । এতে উপজেলা সদরে মোটরসাইকেল চালকেরা আতংকিত হয়ে পড়েছেন ।
শেখ আল মামুন জানান, সোমবার সন্ধ্যায় তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি পূর্বধলা টেরিটোরি অফিসের সামনে রেখে কর্মীদের সাথে অফিশিয়াল কাজ করতে থাকেন। কাজ শেষ অনুমান ৮ টায় তিনি বের হয়ে দেখেন উক্ত স্থান হতে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে তিনি এ ব্যাপারে থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।