পূর্বধলায় মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে এক ব্যক্তি আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ১শ গ্রাম গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে মুখলেছুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়েনের পদুরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আটক মুখলেছুর রহমান, ওই পদুরকান্দা গ্রামের মৃত হাতেম আলী’র ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ২ টায় মুখলেছুর রহমান মোবাইল ফোনে জানায়, পদুরকান্দা গ্রামের আমিরুল এর রান্না ঘরে গাঁজা রয়েছে। থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আলামত খুঁজাখুজি করে না পেয়ে মুখলেছুর রহমানের দেয়া তথ্য সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মুখলেছুর রহমান তার দোষ স্বীকার করে। এসময় পুলিশ ১শ গ্রাম গাঁজা জব্দ করেন।
সূত্রে আরো জানা গেছে, গত ১৭ ফেরুয়ারী স্থানীয় আমিরুল ইসলামের ৭ বছরের শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টায় একটি মোকদ্দমা দায়ের করায় পুলিশ মুখলেছুর রহমান কে গ্রেপ্তার করে আদালতে সোপর্স করেন। ২১ মার্চ মুখলেছুর রহমান জামিনে এসে আমিরুল ইসলামকে খুন-জখম ও মাদক দিয়ে ফাঁসানো হুমকি প্রদর্শন করে। তারই জের ধরে বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাতে আমিরুল ইসলামকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে মুখলেছুর রহমান নিজেই পুলিশের হাতে আটক হয়েছে।
পূর্বধলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে সোর্স মাদকের সন্ধান দিলে থানার এসআই আমিনুল ইসলাম, এএসআই মোকাম্মেল হোসাইন, ফারুক ইসলাম খান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই-বাচাই করে মুখলেছুর রহমানকে আটক করেন। এ ব্যাপারে আসামী মুখলেছুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।