পূর্বধলায় মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে রুবেল সরকার (২৮) নামে এক মাদকাসক্ত যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৬ এপ্রিল) পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল সরকার ওই বানেরকান্দা গ্রামের আবদুল জলিল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সরকার কিছুটা মাদকাসক্ত ছিল। কিছু দিন পূর্বে রিহ্যাব সেন্টার চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে অবস্থান করছিল। গত মঙ্গলবার দিনের বেলায় জিয়া (৪৫), কামাল (৩৫), শফিকুল (৪৫) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেলের সাথে ধস্তাধস্তি হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বহুলী বাজারে আসলে লোকজন উত্তেজিত হয়ে ধাওয়া দিলে তার ভগ্নিপতি শহীদ ফকিরের সাথে মোটরসাইকেলে করে বাড়িতে চলে যাওয়ার সময় রাস্তায় উথপেতে থাকা দুর্বৃত্তরা লোহার রড ও পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। আঘাতের কারণে রুবেল সরকার অনেক ক্ষণ ধান ক্ষেতের মাটিতে লুটিয়ে পড়ে থাকে।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথে মধ্যে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রয়েছে।