পূর্বধলায় মসজিদের জমি জোরপূর্বক দখল করে মুসল্লীদের পিটিয়ে জখম’র অভিযোগ
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ওয়াকফকৃত মসজিদের জমি জোরপূর্বক দখল করে মুসল্লীদের পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আঃ লতিফ (২৮), কামাল (২৬), নুরুজ্জামান (৩০), আঃ রাশিদ (৩৫), ফজল হক (৪০), ইসমাইল (১৮), ছানিয়া মিয়া (১৮) এবং আঃ গফুর (৭০) দের বিরুদ্ধে। শুক্রবার (৩১ মার্চ) বেলা ২.০০ ঘটিকায় উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এবিষয়ে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (৬৬) মুসল্লীদের পক্ষে পূর্বধলা থানায় একটি লিখিত অফিযোগ করেন।
অভিযোগের বরাদ দিয়ে জানা গেছে, বিষমপুর গ্রামের মৃত ডাক্তার মহি উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম মিন্টু (৬৯) বিষমপুর বিলপাড় জামে মসজিদ এর জায়গাটি ওয়াকফ করে দেন। কিন্তু একই গ্রামে আব্দুল গফুরের ছেলে আঃ লতিফ (২৮) গং উক্ত মসজিদের ওয়াকফকৃত ০৫ (পাঁচ) শতাংশ ভূমি জোর পূর্বক ভাবে বেদখল করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে। মুসল্লীরা তাদের বার বার বলা সত্বেও মসজিদের জমি ছাড়িয়া না দিয়া জমিতে বিভিন্ন ফসল রোপন বপন করিতে থাকে। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে উক্ত বিষমপুর বিলপাড় জামে মসজিদ এর দক্ষিন পাশে ওয়াকফ করা মসজিদের জমিতে অনধিকার প্রবেশ করিয়া কলাগাছ রোপন করিতে থাকিলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (৬৬)সহ অন্যান্য সদস্যগন আব্দুল লতিফ (২৮) গংদের বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হইয়া আঃ ছালাম সহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যদেরকে কিল, ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় আঃ লতিফ (২৮) গং মুসল্লী মোঃ জিয়াউর রহমানের পকেটে থাকা নগদ ৭০,০০০/-টাকা সন্ত্রাসী কায়দায় ছিনিয়া নিয়ে যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (৬৬) বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।