পূর্বধলায় মটরযান কর্মচারী ইউনিয়ন শ্রমিকদের উপর হামলা, অফিস ভাংচুর

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ , এপ্রিল ৫, ২০২৩

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মটরযান কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- ২৫৭৪)’র অফিস ভাংচুর ও শ্রমিকদের উপর হামলা করে ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন জেলা কমিটি (গভঃ রেজিঃ নং ময়মন-০১৩)। এতে দু’পক্ষের ৭ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার লালমিয়ার বাজারে মটরযান কর্মচারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে এবং বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পূর্বধলার লাল মিয়ার বাজার নামক স্থানে রেজি: নং- ২৫৭৪ এবং রেজি: নং- ময়মন-০১৩ নামে শ্রমিকদের দুটি সংগঠন রয়েছে। তাদের মধ্যে বিরোধ চলমান। আজ মঙ্গলবার মটরযান কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- ২৫৭৪)’র অফিসে শ্রমিকগণ ও সুধীজন ইফতার শেষে অফিস ত্যাগ করার সময় রেজি: নং- ময়মন-০১৩ এর শ্রমিকগণ হামলা করে প্রতিপক্ষের অফিস ভাংচুর করে। এতে আহতের ঘটনা ঘটেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী’র ছবি ভাংচুর অবস্থায় দেখা গেছে। এসময় পুলিশ উপস্থিত হয়ে রেজি: নং- ময়মন-০১৩ এর লোকজনের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

রেজিঃ নং- ২৫৭৪’র সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম জানান, জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন-২৫৭৪ শ্রমিকদের একটি আদি প্রতিষ্ঠান। দেশের প্রতিটি জেলা-উপজেলায় শাখা রয়েছে। প্রতিপক্ষ, ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নামে একটি জেলা কমিটি (গভঃ রেজিঃ নং ময়মন-০১৩) গঠন করেছে। যার কোন বৈধতা বা শাখা নেই। আমরা ইফতার শেষে অফিস ত্যাগ করার সময় প্রতিপক্ষ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম (বাচ্চু) ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অর্ধশত লোকজন পরিকল্পিত ভাবে দেশী অস্ত্র রাম দা দিয়ে কুপিয়ে আমাদের জখম করে এবং হামলা করে অফিস প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী’র ছবি ভাংচুর করে। প্রতিপক্ষের হামলায় আমাদের ৫ জন গুরুতর জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রেজিঃ নং ময়মন-০১৩’র সভাপতি সাইফুল ইসলাম (বাচ্চু) জানান, রেজিঃ নং- ২৫৭৪ সংগঠনের লোকজন আমাদের একজনকে হামলা করায় এ ঘটনা ঘটেছে। এতে আমাদের কিছু লোকজন আহত আছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com