পূর্বধলায় ভিজিএফ’র ২০০ কেজি চাল জব্দ

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ , জুলাই ১৪, ২০২১

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনা পূর্বধলায় মঙ্গলবার (১৩ জুলাই) সাইফুল ইসলামের চায়ের দোকান থেকে (৪ বস্তা) ২০০ কেজি ভিজিএফের চাউল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম। সে উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া সমেদ আলীর পুত্র এবং স্থানীয় সাধুপাড়া বাজারের চায়ের দোকানদার।

জানা গেছে, আসন্ন ঈদে গরিব- অসহায় দুস্থ মানুষের জন্য বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।ফলে উক্ত ইউনিয়নে ১৫৫০ উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।চাউলটা একটু মোটা হওয়ায় অনেকেই চাউল বিক্রি করে ফেলায় মো: সাইকুল ইসলাম তাদের কাছ থেকে ওই চাউল কিনেছে।

চাউল ক্রয়কারি মো: সাইকুল ইসলাম জানান, উপকারভোগী বিভিন্ন জনের নিকট থেকে ১০ কেজি করে চাউল ২৮০ টাকা দরে আমি নিজে খাওয়ার জন্য ২০০ কেজি চাউল ক্রয় করেছি। এই চাউল কিনলে সমস্যা হবে জানলে আমি ক্রয় করতাম না।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, চাউলগুলি জব্দ করে কেয়ারটেকার এর কাছে রাখা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। তথ্য সূত্র।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com