পূর্বধলায় ভারতীয় মদসহ চার ব্যক্তি গ্রেপ্তার


মোঃ আল মুনসুরঃ নেত্রকোনার পূর্বধলায় ২৬ বোতল ভারতীয় মদসহ রেজাইল করিম (২৭), তামান্না লিজা (২৩), কনক আক্তার (২৯) এবং লাইলা আক্তার (২৩) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১:১০ ঘটিকায় শ্যামগঞ্জ-বিরিশরি সড়কে পূর্বধলা উপজেলাধীন ইলাশপুর লাল মিয়ার বাজার নামক স্থানে একটি যাত্রীবাড়ী বাস তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত- রেজাউল করিম, পূর্বধলা উপজেলাধীন সদর ইউনিয়নের নারায়নডহর গ্রামের ফজলুল হকের ছেলে। তামান্না লিজা, গ্রেপ্তারকৃত রেজাইল করিমের স্ত্রী। কনক আক্তার, নেত্রকোণা জেলার বারহাট্টা থানাধীন পশ্চিম ছালিপুরা গ্রামের শামছু মিয়া মেয়ে এবং লাইলা আক্তার, বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানাধীন কুতুবপুর গ্রামের মৃত নিয়ামত আলীর মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিগণ চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমানভাবে মাদক কারবার করে আসছিল। মাদক পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মোঃ শওকত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ২৬ বোতল ভারতীয় মদ’সহ নারীসহ ৪ ব্যক্তিদের গ্রেপ্তার করেন।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, সংবাদের ভিত্তিতে পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালীন দুর্গাপুর থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করে ২৬ বোতল ভারতীয় মদসহ ৪ ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।