পূর্বধলায় ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ১২ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদসহ শহিদুল ইসলাম ওরফে সাহাদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা ছোট ইলাশপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শহিদুল ইসলাম ওরফে সাহাদুল ইসলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলাচী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের ছোট ইলাশপুর ফায়ার সার্ভিসের সামনে আইনশৃঙ্খলা ডিউটিসহ পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালীন ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২ বোতল মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর শনিবার বিকালে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করে।