পূর্বধলায় ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১৬ বোতল ভারতীয় মদসহ মোঃ ইয়াছিন (৩৫) এবং মো: আসাদ (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়ার বাজার এলাকায় পাঁকা রাস্তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত- ইয়াছিন নেত্রকোণার জেলাধীন কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া কেশবপুর গ্রামের জুনাব আলী’র ছেলে এবং আসাদ সুনামগঞ্জ জেলাধীন তাহেরপুর উপজেলাধীন খলিশাজুড়ি গ্রামে
মৃত হারুন অর রশিদের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক বিক্রি করে আসছিল। বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) মোঃ আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স আসামীদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।