পূর্বধলায় ভারতীয় মদসহ এক কারবারি গ্রেপ্তার
মোঃ আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় ৬ বোতল ভারতীয় মদসহ মোঃ শফিকুল ইসলাম (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। শুক্রবার (১৮ আগষ্ট) রাত ৩ টায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর চৌরাস্তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত- শফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মৃত রজব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কলমাকান্দা হতে শ্যামগঞ্জ- বিরিশিরি সড়ক দিয়ে ভারতীয় নিষিদ্ধ মদ নিয়ে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ছোট ইলাশপুর চৌরাস্তা নাকম স্থানে তাকে গ্রেপ্তার করে ৬ বোতল মাদ জব্দ করে থানা পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক কারবার করে আসছিল। বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এসএম শফিউল্লাহ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোকাম্মেল হোসাইন, কং মো: আল আমীন, জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স আসামীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।