পূর্বধলায় ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১০ বোতল ভারতীয় মদসহ মোঃ রিপন মিয়া (২৬) এবং মোঃ দুলাল মিয়া (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ । সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১.৫৫ ঘটিকায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর চৌরাস্তার মোড়ে চলমান বাস থামিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত- রিপন মিয়া জেলার দুর্গাপুর উপজেলার মধ্যম বাগান গ্রামের ইউছুফ মিয়ার ছেলে এবং দুলাল মিয়া একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোঃ রিপন মিয়া এবং মোঃ দুলাল মিয়া দুর্গাপুর হতে বাস যোগে ভারতীয় ব্যান্ডে’র উইসকি ১০ বোতল মদ বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পূবধলা থানার একটি চৌকস টিম ঘটনাস্থলে বাসটি থামিকে রিপন মিয়া এবং দুলাল মিয়াকে তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক গ্রেপ্তার করেন।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুল, মোঃ শওকত আলী, মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন ।