পূর্বধলায় ভারতীয় চিনিসহ এক ব্যক্তি আটক


পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ৬ বস্তা ভারতীয় চিনিসহ মোঃ রফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) বেলা ৩ ঘটিকার সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম শেরপুর জেলার শেরপুর পৌরসভাধীন চাপাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সিএনজি যোগে দুর্গাপুর হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে শ্যামগঞ্জ এর দিকে নিয়ে যাচ্ছিল। পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালীন সময় থানার এসআই আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স ওই ব্যক্তিকে ৬ বস্তা ভারতীয় চিনিসহ আটক করেন। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উপজেলা সদরের আতকাপাড়া নামক স্থানে পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালীন সময় থানার এসআই আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৬ বস্তা ভারতীয় চিনিসহ আটক করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করেন।