পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজিবুল’র বিরুদ্ধে নানা অভিযোগ

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ , এপ্রিল ৯, ২০২৩
বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজিবুল’র বিরুদ্ধে নানা অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনা পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজিবুল ইসলাম নামে এক ব্যক্তির উপর সরকারী বেসরকারি কর্মকর্তাদের ব্ল্যাকমেলই করে টাকা আদায় করার সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পূর্বধলা উপজেলার সচেনতন নাগরিক মহল একাধিকবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত রাজিবুল ইসলাম, উপজেলার মেঘশিমুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজিবুল ইসলাম বিভিন্ন সমাজসেবার নাম করে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি এবং সরকারী বেসরকারি কর্মকর্তাকে ব্ল্যাকমেলই করে টাকা আদায় করে। এছাড়াও পূর্বধলা উপজেলার সচেতন মহল মনে করেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করে বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলাই তার মূল উদ্দেশ্য। এলাকাবাসী জানান,রাজিবুল বিভিন্ন দপ্তরে গিয়ে ত্রাণ দিবে বলে টাকা পয়সা চেয়ে থাকে। এছাড়া সমাজে গরিব ও অসহায় মানুষদের ত্রাণ বা বিভিন্ন সহযোগিতা করার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রাজিবুল ইসলাম রাজীবের সাথে কথা বললে তিনি অস্বীকার করে বলেন, এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করি। বিভিন্ন সময় অনিয়মের প্রতিবাদ করি বলে আমার উপর এমন মিথ্যা বানোয়াট অভিযোগ উঠেছে ।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, পূর্বধলার রাজিবুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com