পূর্বধলায় বিয়ের ৩দিনপর নববধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ , জুলাই ১৯, ২০২২
প্রতীকি ছবি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গতকাল সোমবার (১৮ জুলাই) মারুফ আক্তার (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। উপজেলার হোগলা ইউনিয়নের সেহলার চর গ্রামে এ ঘটনা ঘটে। মারুফা আক্তার ওই সেহরা চর গ্রামের আবুল কাশেম’র সদ্য বিবাহিতা কন্যা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার মারুফা আক্তার’র বিয়ে হয় ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়নামোড় এলাকার মৃত মোহাম্মদ আলী পুত্র হাসানে সঙ্গে। রবিবার মারুফা তার স্বামী হাসানকে নিয়ে শশুর বাড়ী হতে বাবার বাড়িতে বেড়াতে আসে। আনুমানিক রাত দশটা থেকে মারুফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে ১৯ ঘন্টা পর সোমবার বিকাল চারটায় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় মারুফাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। হোগলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

নেত্রকোনা সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন জানান, পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com