পূর্বধলায় বিপুল পরিমাণ চোরাইমালসহ দুই চোর আটক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , আগস্ট ২০, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বজারে একটি ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকানে চুরির ঘটনায় অভিযোগের ৭২ ঘন্টার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামালসহ মহসিন (২৫) ও মোতাহার (২১) নামের দুই চোরকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

শনিবার (১৯ আগসট) রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাজিরপুর মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত মহসিন ও মোতাহার নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের দারগ আলীর ছেলে।
রবিবার (২০ আগস্ট) বিকালে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গত ১৩ আগস্ট রাতে উপজেলার বালুচড়া বাজারের মোফাজ্জলের ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকান ঘরের দেয়াল ও তালা ভেঙ্গে চোরেরা সাউণ্ড সিস্টেম, আইপিএস ও ইলেকট্রনিক্স পণ্যসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।

পরে গত ১৬ আগস্ট দোকান মালিক বাদী হয়ে এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ও এএসআই মো. মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাজিরপুর মোড় থেকে মহসিন ও মোতাহার নামে দুই চোরকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের একটি দোকান থেকে চুরি যাওয়া ওই মালামাল উদ্ধার করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com