পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু


পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১ ঘটিকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের মনিয়ারকান্দা গ্রামে আছির উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। মৃত লোকমান- একই ইউনিয়নের সিংরাজান গ্রামের মৃত আহাম্মদ আলী’র ছেলে এবং পেশায় দিনমজুর।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে লোকমান (৪০), পাশের গ্রাম মনিয়ারকান্দা জনৈক আব্দুর রহমান এর বাড়ীতে নারিকেল গাছ পরিস্কার করার জন্য গাছে উঠে। উক্ত নারিকেল গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ এর তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ডান হাতে মারাত্বক আহত হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লোকমান’কে মৃত ঘোষনা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লোকমান এর বাড়ীতে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুুত করেন।