পূর্বধলায় বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামি’র আলোচনা সভা ও র্যালি


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামি’র আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে পূর্বধলা হোছাইনিয়া (ডিগ্রী) ফাযিল মাদরাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচন সভায় ৭১ এর মুক্তিযুদ্ধাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং একটি বিশাল র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে এসে সমাপ্ত হয়।
উক্ত আলোচনা সভায় পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরুল হাসানের সঞ্চালনায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ড সেক্রেটারী অধ্যাপক মাছুম মোস্তফা, বিশেষ অথিতি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফিজ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক ডা. মোঃ উমর ফারুক, শিক্ষক পরিষদ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক বায়তুলমাল সম্পাদক সিদ্দিকুর রহমান, পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তাজুল ইসলাম’সহ সকল ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। এছাড়া উক্ত অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।