পূর্বধলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৫, গ্রেফতার ১৩

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১, ২০২৩

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী চলাকালে পুলিশের বাঁধার মুখে সংঘর্ষে চার পুলিশ ও উপজেলা বিএনপ’র যুগ্ন আহবায়ক ইসতিয়াক আহমেদ (বাবু)’র আহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল হতে ৪টি ককটেল উদ্ধার করেন। আহত পুলিশ সদস্যরা হলেন, এস আই আলাল উদ্দিন, কনস্টেবল জাকারিয়া, রুহুল আমিন ও শহিদুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে র‌্যালী নিয়ে খাদ্য গোদাম রোডস্থ বিএনপি’র আহবায়ক বাবুল আলম তালুকদারের বাসার সামনে পৌঁছলে পুলিশের বাঁধার মুখে পড়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে চার পুলিশ ও বিএনপির এক নেতা আহত হন। এসময় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সরকার (৩৬), আব্দুল্লাহ আল হেলালী (৩০), জাহাঙ্গীর আলম তালুকদার (৪০), মোঃ আব্দুল কাদির (৩৫), মোঃ আল-আমিন খান (৪৪), মোঃ রাহাতুল ইসলাম রানা ওরফে রাহাত (২৪), মঞ্জু মিয়া (৪০), মোঃ লাল মিয়া (২২), মোঃ সোহরাব হোসেন (৪০), বকুল দত্ত (২৫), সোহাগ (৩৬), মোঃ মতিউর রহমান (৪৪) ও মোঃ মোস্তফা কামাল(৩১) নামের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেন পুলিশ।

উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আলম তালুকদার জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে শেষে শান্তিপূর্ণ র‌্যালীতে পুলিশ বাঁধা সৃষ্টি করে এবং বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। পুলিশ কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই। তিনি এঘটনার তীব্র নিন্দা জানান।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষির্কীতে দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় প্রোগ্রাম করার কথা থাকলেও পূর্ব পরিকল্পিত ভাবে লাটিসোটা ও ইটপাটকেল নিয়ে দলীয় লোকজন রাস্তা অবরোধ করে মিছিল করছিল। এতে জনসাধারণের চলাচল করতে বিঘ্ন ঘটছে বললে পুলিশের ওপর বিএনপির নেতা কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে ঘটনাস্থল থেকে ৪ টি তাজা ককটেল উদ্ধার ও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com