পূর্বধলায় বিএনপি’র ৯ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর
মোঃ আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপি’র ৯ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। বুধবার (১২ এপ্রিল) রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষা করে তাদেরকে পুণরায় আদালতে প্রেরণ করা হয়। তারা হলেন- পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার (৫২), যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত (৫৩), উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ (৫২), যুগ্ন-আহবায়ক শাকিল হায়াত খান বাদশা (৪৪), উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ সোলেমান কবীর পাপ্পু (২৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জহিরুল ইসলাম (৩৪), মোঃ রফিকুল ইসলাম (৩৫), এনায়েত হোসেন (২৩) ও সেলিম (২৮)।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পূর্বধলা বাজারের হুদা মার্কেট হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপন বৈঠক হতে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছিল। আদালতের কাছে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহা ৯ জনের রিমান্ড মঞ্জুর করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূর্বধলায় সরকার বিরোধী গোপন বৈঠকের সময় ১৩ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে আদালত ৯ জনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।